“স্বাস্থ্য সেবায় দুই যুগ পেরিয়ে”
“Hightech but Reasonable Cost-এ চিকিৎসা সেবা"- এ ভিশনকে সামনে রেখে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল। প্রায় দুই যুগ ধরে অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে না-কেটে সর্বাধুনিক প্রযুক্তিতে গলব্লাডার ও কিডনী পাথর, প্রস্টেটগ্ল্যান্ড এবং প্রশ্রাবের রাস্তায় ত্রুটির চিকিৎসায় বাংলাদেশের সেরা হাসপাতাল হিসেবে ইতিমধ্যে সবার আস্থা অর্জন করেছে । এখানে রয়েছে তুলনামূলক কম খরচে সিটিস্ক্যান সহ সকল পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি কিডনীর এন্ডোস্কপি ও ল্যাপারোস্কপিক সার্জারী, জেনারেল সার্জারী, মেডিসিন, গাইনী, অর্থপেডিকস, শিশুরোগসহ জেনারেল হাসপাতালের One Stop সার্ভিস। মুমুর্ষ রোগীদের জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল সম্বলিত ICU ও HDU তে ভর্তি সুবিধা।