Free Medical Camp

ইনসাফ বারাকাহ হাসপাতালে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প বঙ্গবন্ধুর জন্মদিন, মহান স্বাধীনতা ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। -মেডিকেল ক্যাম্পে ডাক্তারগণ বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন। -আল্ট্রাসনোগ্রাম সহ ৬ টা পরীক্ষা ১০০০ টাকায় প্যাকেজে হেলথ চেক-আপ করা হবে। -কিডনি সম্পর্কিত Urine R/E ও S.Creatinine পরীক্ষা বিনামূল্যে করা হবে। -রেজিষ্ট্রেশনভূক্ত রোগীদের জন্য সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় হাসপাতালের মূল রেট থেকে ৫০% ছাড় দেয়া হবে। ৪০-৫০% ছাড়ে প্যাকেজে কিডনির পাথরের অপারেশন করা হবে। -১০ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ৫ জন হতদরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস বিনামূল্যে করা হবে। -১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে রোগী দেখা হবে এবং ৫ জন হতদরিদ্র শিশুর প্রস্রাবের রাস্তার জন্মগত ত্রুটির অপারেশন বিনামূল্যে করা হবে। -২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে রোগী দেখা হবে এবং ৫ জন হতদরিদ্র বয়স্ক রোগীর প্রোস্টেট অপারেশন বিনামূল্যে করা হবে। এছাড়াও বিনামূল্যে ডেন্টাল চেক-আপ করা হবে। রোগী দেখাতে আগ্রহীদেরকে পূর্বেই নাম রেজিষ্ট্রেশন করতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের এই সেবায় আপনিও অংশগ্রহণ করুন। সেবা নিন সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন

দৈনন্দিন বিশেষজ্ঞ ডাক্তারগণএর চেম্বার সময়সূচি তারিখ: ১৭/০৮/২০২১ মঙ্গলবার

ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালের দৈনন্দিন বিশেষজ্ঞ ডাক্তারগণএর চেম্বার সময়সূচি তারিখ: ১৭/০৮/২০২১ মঙ্গলবার ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালে প্রতিদিন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছেন: • ইউরোলজী (কিডনি সার্জারী) • ল্যাপরোস্কপিক সার্জারী • কলোরেক্টাল ও জেনারেল সার্জারী • অর্থপেডিক্স ও ট্রমা সার্জারী • নিউরো ও স্পাইনাল সার্জারী • শিশু ও গাইনি সার্জারী • নেফ্রোলজী (কিডনি মেডিসিন) • মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার • চর্ম, যৌন এলার্জি • মেডিসিন, বাতজ্বর • উচ্চ রক্তচাপ ও হৃদরোগ • নিউরো-মেডিসিন • ডায়াবেটিস ও হরমোন • স্ত্রীরোগ,গাইনি ও প্রসূতি, বন্ধ্যাত্ব চিকিৎসা • নাক, কান, গলা চিকিৎসা • মেডিসিন ও বক্ষব্যাধি • ক্যান্সার বিভাগ • গাইনি ক্যান্সার • হেমাটোলজী বিভাগ • ফিজিওলজি বিভাগ • ডেন্টাল বিভাগ • মানসিক রোগ ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল ১১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী মগবাজার, ঢাকা-১২১৭ হটলাইন: 09613445544, 01978 098 088, 01716-306631 www.ibhospital.com

“স্বাস্থ্য সেবায় দুই যুগ পেরিয়ে”

“Hightech but Reasonable Cost-এ চিকিৎসা সেবা"- এ ভিশনকে সামনে রেখে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল। প্রায় দুই যুগ ধরে অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে না-কেটে সর্বাধুনিক প্রযুক্তিতে গলব্লাডার ও কিডনী পাথর, প্রস্টেটগ্ল্যান্ড এবং প্রশ্রাবের রাস্তায় ত্রুটির চিকিৎসায় বাংলাদেশের সেরা হাসপাতাল হিসেবে ইতিমধ্যে সবার আস্থা অর্জন করেছে । এখানে রয়েছে তুলনামূলক কম খরচে সিটিস্ক্যান সহ সকল পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি কিডনীর এন্ডোস্কপি ও ল্যাপারোস্কপিক সার্জারী, জেনারেল সার্জারী, মেডিসিন, গাইনী, অর্থপেডিকস, শিশুরোগসহ জেনারেল হাসপাতালের One Stop সার্ভিস। মুমুর্ষ রোগীদের জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবল সম্বলিত ICU ও HDU তে ভর্তি সুবিধা।

Free Medical Camp

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে  ফ্রি_মেডিকেল_ক্যাম্প * রেজিস্ট্রেশনকৃত রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় ৫০% পর্যন্ত ছাড়। * এছাড়াও থাকছে ১২০০ টাকায় হেলথ চেক-আপের ব্যবস্থা। তারিখ: ৩১ মার্চ ২০২১, বুধবার সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা স্থান: ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। ** বিশেষজ্ঞ ডাক্তারগণ রেজিস্ট্রেশনকৃত নির্দিষ্ট সংখ্যক রোগী দেখবেন ফ্রি, তাই রেজিস্ট্রেশনের জন্য আজই যোগাযোগ করুন। রেজিস্ট্রেশনের জন্য কল করুন: 01978-098088, 01716306631

Hospital Resumed

*** হাসপাতালের সকল কার্যক্রম পুনরায় চালু *** বাংলাদেশে করোনা সনাক্ত হওয়ার পর ইনসাফ বারাকাহ হাসপাতাল রুগীদের অসুবিধার কথা চিন্তা করে জরুরী বিভাগসহ সকল ধরনের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছিল। এক পর্যায়ে ডাক্তার-নার্সসহ ২০জন স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ হলে প্রশাসনের নির্দেশনায় হাসপাতাল লকডাউন রাখা হয়। এসময়ে প্রশাসন, স্থানীয় কাউন্সিলর, আশেপাশের অধিবাসিসহ সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে । এজন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর রহমতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীগণের পুনরায় করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর-এর নির্দেশনায় হাসপাতালকে জীবানুমুক্ত করে হাসপাতালের সকল কার্যক্রম পূর্বেরমতো পুনরায় চালু হয়েছে । সকলের দোয়া ও সহযোগীতা কাম্য। # বাসায় থাকুন, নিরাপদে থাকুন # প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন # সামাজিক দুরত্ব মেনে চলুন

Picnic-2020

আলহামদুলিল্লাহ !! আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ পরিবারের গেট টুগেদার (পিকনিক) ও আলোচনা সভা সুষ্ঠভাবে সম্পূর্ণ হয়েছে     

AGM

আলহামদুলিল্লাহ, ২২/১১/২০১৯ ইং তারিখ সন্ধায় ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালের ৭ম বার্ষিক সাধাারণ সভা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পূর্ন হয়েছে

he Barakah Kidney Hospital and Research Institute Ltd.

A few doctors and social workers collectively established “Insaf diagnostic & consultation centre at New Eskaton in Dhaka in the year 1997 with its sole objective and vision of “High tech service at Reasonable cost. They also established a specialized Kidney Hospital in 1999